বীশ্ববীর চিলারায়ের ৫০৬তম জন্ম বার্ষিকী ২২শে ফেব্রুয়ারী, ২০১৬ - '506th Birth Anniversary of 'Bishwabir Chilarai' in Rajbanshi-Kamatapuri Language )
বিগত বেশ কয়েক বছরের মত এই বারেও বীরসূর্য বীশ্ববীর চিলারায়ের ৫০৬তম জন্ম বার্ষিকী ২২শে ফেব্রুয়ারী, ২০১৬ তারিখে উত্সাহ পূর্বক অসম, উত্তরবঙ্গ, নেপাল আর’হ অনেক জায়গাত ধুমধাম করে আয়োজিত করা হবা ধরিচে | এইটা বড়য় খুশীর খবর | এইবার আসামের গৌহাটি শহরের পাঞ্জাবারী স্থিত ‘শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র’ত ‘দ্য কনসর্টিয়াম অফ কোচ রয়াল ফ্যামিলিস’ (CONKORF) আর’হ বেশ কয়েকটা কোচ-রাজবংশী সংঘঠন মিলিয়া বড় ধুমধাম করে চিলারায় দিবস মানবা ধরিচে জেইঠে অনেক গন্য-মান্য ব্যাক্তি অংশ গ্রহণ করিবা আসিবার কাথা আছে | কুচবিহারত বড় ধুমধাম সহকারে ‘গ্রেটার কুচবিহার পিপল্স এসোসিয়েসনের’ তরফ থাকিয়া চকচকাত একটা বড় রকমের আয়োজন করা হইচে চিলারায় দিবস উতযাপন করিবার বাদে | এই ছাড়া আসাম, উত্তরবঙ্গ, বিহার, নেপাল আর দেশ-বিদেশের বিভিন্ন জায়গাত বীশ্ববীর চিলারায় দিবস বিগত কয়েক বছর ধরে উতযাপন করা হচে | এইটা বড়য় আনন্দের ব্যাপার | চিলারায় একজন মহান বীর পুরুষ ছিল যায় সামনত রয়্হা যুদ্ধ করে | সাহসী, যুদ্ধ...