Posts

Showing posts from May, 2017

রাজমাতা গায়ত্রী দেবী RAJMATA GAYATRI DEBI {Written in Modern Kamtapuri (Rajbanshi)} Language

রাজমাতা গায়ত্রী দেবী RAJMATA GAYATRI DEBI (আধুনিক কামতাপুরী-রাজবংশী ভাষাত লেখা, লেখক দ্বারা রচনাধীন ‘ভোরের তারা’ সংকলন থাকিয়া গৃহীত) {Excerpt from forthcoming book 'Bhorer Tara' being written in modern Kamtapuri (Rajbanshi) language by me}   ভোর বেহানের লালিমা ভরা আকাশ    শিল-শিলানি মৃদু মনমাতানো হাওয়া সেইদিন দেওঞা হইচিল আলোকিত উদিত হইচিল উজ্বল ভোরের তারা  স্বর্গ থাকিয়া নামিয়া আসা এক পরী সগারের নয়নমনী প্রানবন্ত সুহাসিনী | আসিলো আর মন ছুইঁয়া চলি গেলো দুই চোখুর পলক পড়িতে না পড়িতে উল্কার বেগত আসিয়ায় চলি গেলো মনের কাথা মনতে থাকি গেইল কত দিনে পুরিবে হামার মনের আশা ? আবার ফিরিয়া আসিস হামার প্রিয়্মনি |   আজি লোকে এমনিতে রাজবংশী বলিয়া পরিচয় দিতে লইজ্জা পায় , কিন্তুক যদি গায়ত্রী দেবীর কাথা কওহা যায় , তাহলে যে কোন রাজবংশী একেবারে এক কাথায় কয়হা উঠে – হ্যা , হ্যা , মুই-ও ত ’ গায়ত্রী দেবীর দেশের লোক , কোচবিহারের লগতে মোর বাড়ি | নাম শুনিচেন ত ’ কোচবিহার একটা বিশাল রাইজ্য আর গায়ত্রী দেবী ঐঠেকার রাজকুমারী ছিল | পরে , ব্যাহা হবার পিছত হয়া যায় জয়পুর রাইজ