Posts

Showing posts from September, 2021

রাজবংশী জাতির মাগদর্শক - ঠাকুর পঞ্চানন বর্মা (Rajbanshi Jatir Magdarshak - Thakur Panchanan Barma )

Written in Rajbanshi - Kamtapuri Language  (This article is taken from my upcoming book 'পোহাতিয়া  তারা' Bhorer Tara) রাজবংশী ক্ষত্রিয় জাতির গৌরব, সম্প্রদায়ের মান-সম্মানের রক্ষাকর্তা, দেশের সুপুত্র - সেই মহান মনীষীর জন্ম হয় স্যালাকার কোচবিহার রাইজ্যের অধীনত মাথাভাঙ্গা সাব-ডিভিসন,   খলিসা মারি গ্রামত ইংরাজী ১৮৬৬ সালের ১৩ই ফেব্রুয়ারী (১লা ফাল্গুন ১২৭২ বঙ্গাব্দ, মঙ্গলবার) | অর বাপের নাম ছিল খোসাল চন্দ্র সরকার, খলিসা মারির এক জোতদার; আর আয়ীর নাম ছিল চম্পলা দেবী | বাইল্য কালে অর নাম দ্যাওয়া হইচিল পঞ্চানন সরকার | পঞ্চানন যাতে লেখাপড়া শিখিয়া   মানুষ হবা পারে , তার জৈন্ন অর পিতা খোসাল চন্দ্র সরকার তার বেটা পঞ্চাননের পড়াশুনার প্রতি খুবে আগ্রহী ছিল |             শিশুকালে অর পড়াশুনা শুরু হয় গ্রামের পাঠশালাত (প্রাইমারী স্কুল) | প্রাইমারী স্কুল পাস করিবার পর, অর পিতা   খোসাল চন্দ্র সরকার পন্চাননক ভর্তি করিয়া দ্যায় মাথাভাঙ্গা   মিডল ইংলিশ স্কুলত, যেইটা খলিসামারি থাকিয়া প্রায় ১০ কিলোমিটার দূরত ছিল | ইং ১৮৮৫ সালত পঞ্চানন   মিডল (এম. ই. পরীক্ষা) পাস করে |   অর এম.ই. পাস করার ব্যাপারে ইং ১৮৮৫-